1. Cleansing Method (পরিষ্কারকরন পদ্ধতি)

সাধারনত Cleansing বা পরিষ্করন বলতে কোন কিছু পরিষ্কার করাকে বুঝায়। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন-জামাকাপড়, ঘরবাড়ী, আসবাবপত্র ইত্যাদি প্রতিনিয়ত পরিষ্কার করে থাকি। কেন পরিষ্কার করি? কারন এগুলোর স্থায়িত্বকাল দীর্ঘায়িত করার জন্য, সুন্দর রাখার জন্য। যদিও জিনিগুলি একবার নষ্ট হয়ে গেলে আবার কেনা যায়। অপরদিকে আমাদের দেহের বাহিরের অঙ্গগুলো ভাল রাখার জন্য শ্যাম্পু, সাবান/বডি ওয়াশ, ক্রীম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু দেহের ভিতরের অঙ্গগুলো (ব্রেন, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলি ইত্যাদি) কখনও কি পরিষ্কার করেছি? উত্তর হল না। কারন আমরা জানিই না কিভাবে এটা করতে হয় বা আমরা যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছি, সেখানে অঙ্গগুলো পরিষ্কারের উপযুক্ত ব্যবস্থা নাই।
আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকে তা থেকে দেহের ভিতরের অঙ্গগুলো তাদের প্রয়োজনীয় পুষ্টি গ্রহন করে এবং বর্জ্যগুলো প্রস্রাব, পায়খানা, ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়। কিন্তু সব বর্জ্য বের হয় না, কিছু আমাদের দেহের ভিতর রক্তে, হাড়ের জোড়ার মধ্যে, কিডনি, লিভার, পাকস্থলি ইত্যাদিতে থেকে যায়। আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন-আমিষ, আশ, চর্বিজাতীয় এবং অন্যান্য খাবার। কিছু কিছু বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় বের করতে হয়, যা চীনা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয়।
৯০% অন্ত্র বা কোলন ক্যান্সারের অন্যতম প্রধান কারন খাদ্যাভাস। যতবেশি সময় ধরে খাদ্যের বর্জ্য অন্ত্র বা কোলনে জমে থাকবে ততবেশি ক্যান্সারের সম্ভাবনা বাড়বে। তাই দেহের সকল অধিবিষ (টক্সিন) এবং শরীরে জমে থাকা বর্জ্য থেকে পরিত্রান পেতে Cleansing বা পরিষ্করন সিরিজের পন্যগুলো ব্যবহার করা উচিত। Cleansing বা পরিষ্করন সিরিজের পন্যগুলো
2. Replenishing Method (প্রতিস্থাপন পদ্ধতি)

এই পর্যায়ে দেহের সকল অধিবিষ (টক্সিন) সরানোর পর প্রাকৃতিক উপাদানসমূহ প্রতিস্থাপিত হবে। তাই Replenishing বা প্রতিস্থাপন সিরিজের পন্যগুলো ব্যবহার করতে হবে।
3. Strengthening Method (শক্তিশালীকরন পদ্ধতি)

এ পর্যায়ে পরিষ্করন ও প্রতিস্থাপন পদক্ষেপের প্রভাবকে সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করে অধিক স্থিতিশীলতা অর্জন করা তাই Strengthening বা শক্তিশালীকরন সিরিজের পন্যগুলো ব্যবহার করতে হবে।
4. Balancing Method (ভারসাম্যকরন পদ্ধতি)

এ পর্যায়টি উপরোক্ত ৩টি ধাপের সাথে সমন্বিত ভাবে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। তাই Balancing বা ভারসাম্যকরন সিরিজের পন্য গুলো সবসময় ব্যবহার করতে হবে