টিয়েন্স এর পরিচিতিঃ-   
টিয়েন্স একটি আন্তর্জাতিক কোম্পানী।  টিয়েন্স ১৯৯৫ সালে চীনের তিয়ানজিন প্রদেশে প্রতিষ্ঠিত হয়। মাত্র ২ বছরের মধ্যে বিশ্বের ১০০ এর বেশি দেশে ব্যবসা চালু করে। বর্তমানে ১৯০ এর বেশি দেশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ১১০টি দেশে নিজস্ব শাখা অফিস আছে।  টিয়েন্স এর সাথে সারা বিশ্বব্যাপী ৫ কোটি পরিবার যুক্ত আছে।  টিয়েন্স বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যেমন স্বাস্থ্য, শিক্ষা, হোটেল, টুরিজম, ট্রান্সপোর্ট, রিয়েলষ্টেট, ইন্টারন্যাশনাল বিজনেস, ই-বিজনেস, ফাইন্যান্স ও অন্যান্য। 

টিয়েন্স প্রতিষ্ঠিত করেন মিঃ লি জিনিয়ান। তিনি চীনের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে টিয়েন্স এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নানকা ভার্সিটি থেকে এম,বি,এ ডিগ্রি অর্জন করেছেন। জাতিসংঘ থেকে অনারেরী ডক্টরেট উপাধী পেয়েছেন। তিনি বর্তমানে বিশ্ব ডিরেক্ট সেলিং সংগঠনের একজন নির্বাহী পরিচালক। 

চীনের সবচেয়ে ডিরেক্ট সেলিং কোম্পানী। টিয়েন্স মানব কল্যানে ১৯৫০ কোটি টাকা বা ১.৫ বিলিয়ন চাইনিজ মুদ্রা দান করেছেন।

হেলথ ইন্ডাষ্ট্রিয়াল পার্কঃ- টিয়েন্স এর রয়েছে নিজস্ব হেলথ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। এটি তিয়ানজিন প্রদেশে উছিং ডেভেলপমেন্ট এলাকায় অবস্থিত। এর আয়তন ১ বর্গ কিঃমিঃ। এর নির্মান ব্যয় ৯ হাজার ২০০ কোটি টাকা ভা ৭ বিলিয়ন চাইনিজ মুদ্রা।


তাই জি সানঃ- এখানে ক্যান্সার, জিন টেষ্ট এবং জটিল রোগের ট্রিটমেন্ট হয়ে থাকে।


আর এন্ড ডি (রিচার্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টার)ঃ- যেখানে ১২০০ সায়েন্টিস কাজ করছে এবং প্রতিনিয়ত টিয়েন্স এর পন্যগুলো নিয়ে গবেষনার মাধ্যমে আরও উন্নত ও মানসম্মত পন্য তৈরী হচ্ছে।

কনভেনশন হলঃ- যেখানে ৭ হাজার লোকের প্রোগ্রাম করার ধারন ক্ষমতা রয়েছে এবং একই সময়ে প্রোগ্রামটি সারাবিশ্বে সম্প্রচার করা যায়।

ইন্টারন্যাশনাল বাংকুইট হলঃ- যেখানে একত্রে ৩ হাজার লোকের খাবার পরিবেশনের ক্ষমতা রয়েছে। 

টিয়েন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিঃ-  টিয়েন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তিয়ানজিন প্রদেশের উছিং এলাকায় স্থাপিত হয়েছে। এর আয়তন ৩.২ বর্গ কিঃমিঃ। এর নির্মান ব্যয় ১ হাজার ৩০০ কোটি টাকা বা ১০ বিলিয়ন চাইনিজ মুদ্রা। এখানে একসাথে ৩০ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা আছে।  টিয়েন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অধীনে আছে মেডিকেল কলেজ, সাইন্স কলেজ, ইনফো এন্ড অটোমেশন কলেজ, এগ্রিকালচার এন্ড বায়োলজিক্যাল কলেজ, বিজনেস কলেজ, সাহিত্য ও আর্ট কলেজ। এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল সিনিয়র হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, প্রাইমারী স্কুল। 

টিয়েন্স ৬৪০০ কর্মচারী নিয়ে ফ্রান্সের Niche- সমুদ্র সৈকতে “Human Made Sentence” তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে৷

তিয়ানশি কোম্পানির চেয়ারম্যান বিশ্ব সৃষ্টির ইতিহাসে প্রথম যিনি ফ্রান্সের মতো একটি দেশে নিজের অর্থ ব্যয় করে ৬৪০০ জন কর্মচারী নিয়ে ভ্রমণ করিয়েছেন এবং ফ্রান্সের প্যারিস শহরে ১৪০ টি হোটেল প্রয়োজন হয় যেখানে ৪৭০০ টি কক্ষ ছিল।

টিয়েন্স বাংলাদেশে ২০০৪ সালের অক্টোবর মাসে জয়েন্টস্টক থেকে রেজিষ্ট্রেশন লাভ করে এবং ২০০৫ সালের এপ্রিল মাসে কার্যক্রম আরম্ভ করে। বাংলাদেশে ৩ টি শাখা রয়েছে। ঢাকা, চট্রগ্রাম ও খুলনা। অসংখ্য স্টকিষ্ট ও ব্যক্তিগত অফিস রয়েছে। ৫ লক্ষ ডিঢট্রিবিউটরসহ ২০ লক্ষ ভোক্তা রয়েছে। ২০১২-১৩ অর্থ বছরে সর্বোচ্চ করদাতা হিসেবে সনদপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশে ব্যবসায়িক উন্নয়নে টিয়েন্স চেয়ারম্যান মিঃ লি জিনিয়ান ৩ বার (২০০৮, ২০১২, ২০১৮ সালে) বাংলাদেশ ভিজিট করেন এবং মহামান্য রাষ্ট্রপতিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।