digital workplace

ওয়েরসাইট তৈরী করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। ওয়েবসাইটের সেই নামকে বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমনঃ আমার ওয়েবসাইট হচ্ছে onlinehaat.net আগের onlinehaat হচ্ছে নাম এবং পরের .net নামের ধরন। এরকম অনেক .com, .org, com.bd ইত্যাদি। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য এক বছরের জন্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে ।

ডোমেইন নেম এবং ওয়েবসাইটের ডাটা যেখানে বা যে কম্পিউটারের সংরক্ষিত থাকে তাকে হোস্টিং বলে। হোস্টিং সেবা নিতে হলেও এর মূল্য এক বছরের জন্য ২০০০-৬০০০ টাকার মধ্যে হয়ে থাকে ।

ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। আরও সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম।

যখন কোন একটি সাইট তৈরী করা হবে তখন উক্ত সাইটের উন্নতিকরন এর প্রকৃয়াকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। পরবর্তী সময়ে সাইটের কোন ফিচার পরিবর্তন করে কোন কাজ করাকেই ওয়েব ডেভেলপমেন্ট বলে।

V-Moment হচ্ছে অনেক কাজ একসাথে করার মোবাইল এবং কম্পিউটার এপ।

১। সোস্যাল মিডিয়া, ম্যাসেজ আদান প্রদান, ডকুমেন্টস লেনদেন, কনফারেন্স, ই-কমার্স, ই-ওয়ালেট ইত্যাদি কাজগুলো করার জন্য আপনাকে আলাদা আলাদা ব্যবহার করা লাগবে কিন্তু V-Moment এপ এ সবই পাবেন।

২। উপরোক্ত যেকোন কাজ করলে উক্ত কাজের বিপরীতে পয়েন্ট পাবেন। উক্ত পয়েন্ট দিয়ে পরবর্তীতে পন্য ফ্রি নিতে পারবেন।

৩। এপ রেফারের মাধ্যমে আয় করতে পারবেন। ​

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

যেকোন কাজ করার ক্ষেত্রে উক্ত কাজের আলাদা আলাদা ধরন আছে। কাজের ধরন অনুযায়ী কিছু টুলস বা হাতিয়ার ব্যবহার করা হয়। এতে কাজটি করা অনেক সহজ হয়। তেমনি ডিজিটাল বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কাজের জন্য এই টুলস ব্যবহার করলে কাজটি সুন্দর এবং সহজ হয়। গুগল, ফেসবুক, ইউটিউব, ব্লগার, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, মার্কেটপ্লেস ইত্যাদি।

Contact Us

social media, digitization, digital-2786261.jpg

Mob/Whatsapp: 

01575-283576, 01860-884145

 

Happy Journey to Freedom World