Description
Monthly Saving (With Profit) Plan – 12
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে নিন্মিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাই সঞ্চয়ী বীমার প্রতি আগ্রহী। নিম্নবিত্ত ও স্বল্পবিত্ত ভাগ্যহত মেহনতী মানুষকে বীমার আওতায় এনে তাদের অকাল মৃত্যুতে আর্থিক নিশ্চয়তা এবং বীমা গ্রহীতা বৃদ্ধ বয়সে আর্থিক স্বচ্ছলতার নিশ্চয়তা প্রদান করাই এই পরিকল্পের মূল লক্ষ্য। এই পরিকল্প গ্রহক বীমার মেয়াদ শেষে গ্রাহক জীবিত থাকলে বীমা অংকসহ আকর্ষণীয় বোনাস প্রদান করা হইবে। বীমার মেয়াদকালে মৃত্যু হলে বীমাকৃত সব টাকা মনোনীতক ও মনোনীতকগণকে প্রদান করা হবে।
বিবরণঃ
- বীমার মেয়াদ : ১০ বছর হতে ১৫ বছর পর্যন্ত ।
- বীমা গ্রাহকের প্রবেশকালীন বয়স :
- মহিলা ১৮ বছর হতে ৪৫ বছর পর্যন্ত। মেয়াদ পূর্তিতে বয়স হবে ৫৫ বছর
- পুরুষ ১৮ বছর হতে ৫০ বছর পর্যন্ত। মেয়াদ পূর্তিতে বয়স হবে ৬০ বছর।
- প্রিমিয়াম প্রদান পদ্ধতি : মাসিক, তবে গ্রাহক ইচ্ছা করলে ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
- পলিসি দুই বছর চালুর পর নগদ সমর্পণ মূল্য অর্জন করবে ।
- বীমার মেয়াদকাল পর্যন্ত বেঁচে থাকলে বা মৃত্যু ঘটলে অর্জিত বোনাসসহ বীমাকৃত অর্থ প্রদান করা হয়।
- অবলিখন চাহিদা মোতাবেক বীমাঅংক এবং কোম্পানীর ঘোষিত মহিলা ও পুরুষ অবলিখন নীতিমালার উপর নির্ভর করবে।
Reviews
There are no reviews yet.